এই অংশে স্টেশনের সংখ্যা ৭। এর মধ্যে বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বাদ পড়ছে শুরুতে।
Published : 10 Oct 2023, 09:48 PM
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন হলেও সবগুলো স্টেশন চালু হতে তিন মাস সময় লেগে যাবে জানানো হয়েছে।
এই পথে শুরুতে কেবল সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা ট্রেন চলবে। পরে ধীরে ধীরে বাড়বে সময়।
প্রথম দিন থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলে যাত্রী উঠানামা করবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, আগামী ২৯ অক্টোবর এই রুট চালু হতে পারে।
এই অংশে স্টেশনের সংখ্যা ৭। এর মধ্যে বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বাদ পড়ছে শুরুতে।
ডিএমটিসিএল এমডি ছিদ্দিক বলেন, “যে তিনটি স্টেশন দিয়ে এ অংশের প্রস্তুতি চলমান, তা একদম শেষ পর্যায়ে। এখন ফিনিশিং কাজগুলো চলছে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো চালু করতে সর্বোচ্চ তিন মাস সময় প্রয়োজন হতে পারে।”
ঢাকার প্রথম এই মেট্রোরেলের রুট উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন শুরু হয় যাত্রী পরিবহন।
প্রথম দিন কেবল দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশন চালু হয়। পরে ধীরে ধীরে ৩০ মার্চের মধ্যে এই পথের ৯টি স্টেশনই চালু হয়।
মতিঝিল থেকে কমলাপুর অংশ ২০২৫ সালের মধ্যে চালুর লক্ষ্য ঠিক করেছে সরকার।
৯ দিন ‘পেছাল’ উদ্বোধন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ১৪ অগাস্ট সাংবাদিকদের বলেন, “আগামী ১৫ অক্টোবরের পর প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে।”
ছয় দিন পর তিনি সচিবালয়ে বলেন, “আগামী ২০ অক্টোবর থেকে আগারগাঁও–মতিঝিল অংশে চলাচল করবে মেট্রোরেল।”
তবে শেষ পর্যন্ত উদ্বোধনের এই দিন ঠিক থাকেনি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “সব কাজ গুছিয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর হতে পারে।”
কাজের অগ্রগতি নিয়ে তিনি বলেন, “অনেকগুলো টেস্ট হয়েছে, এর মধ্যে পারফরমেন্স টেস্ট হয়েছে। এখন সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলছে, এরপর কাঙ্ক্ষিত উদ্বোধনে যাব।
“এখন সিস্টেম ইন্টিগ্রেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দায়িত্ব হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও থেকে মতিঝিল অংশ- এ দুটো অংশকে এক সঙ্গে সংযোগ করে দিয়ে পুরো সিস্টেমটাকে একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসা।”
সমন্বয়-সংযোগের কাজ করতে আগামী শুক্র থেকে রোববার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলেও জানান তিনি।
শুরুতে চলবে ৩ ঘণ্টা
এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুট চালুর পর প্রথমে কেবল সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত ট্রেন চলবে। ধীরে ধীরে বাড়বে সময়।
তবে আগারগাঁও থেকে উত্তরা অংশে আগের মতোই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “যখন দুইটা সেকশানে এক সঙ্গে মিলে যাবে, তখন সকাল থেকে যেভাবে চলছে, সেভাবে চলবে। প্রথম দিকে এক শিফটে চলবে; দুই বেলায় চলবে না। পরবর্তীতে সময় বাড়ানো হবে।
“বর্তমান যে সময়ে চলাচল করছে তাও কাভার করব। তারপর উভয় অংশে সময়টাও সকাল ৮ টা থেকে রাত ৮ টা বাড়াব।”
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সূচির কোনো পরিবর্তন হবে না জানিয়ে তিনি বলেন, “বাকি অংশে পরিবর্তন হবে।”