পুলিশ কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “আহত মামুন ট্রাফিক ব্যারাকে থাকতেন। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।”
Published : 23 Nov 2023, 08:55 PM
রাজধানীর ডেমরায় মামুন (৫০) নামের একজন ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান ঢাকা মহানগর পুলিশের ওয়ারি ট্রাফিক ডিভিশনের এডিসি সুলতানা ইসরাত জাহান।
তিনি বলেন, “ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় ডিউটি ছিল মামুনের। এসময় তিনি একটি ট্রাককে থামার জন্য সংকেত দিলেও সেটি কনস্টেবল মামুনকে ধাক্কা দিয়ে আহত করে।
“ট্রাকটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে।”
পুলিশ কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “আহত মামুন ট্রাফিক ব্যারাকে থাকতেন। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।”
এর আগে সকালে ডেমরার বাঁশেরপুল এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন প্রাণ হারান। আহত হন আরও কয়েকজন।