ঢাকার দক্ষিণখানের আদমআলী মার্কেটের একটি মাংসের দোকান থেকে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফায়দাবাদ গোয়ালটেকের আদমআলী মার্কেটের ‘আফসাল গোস্ত বিতানের’ নামের ওই মাংসের দোকানে কসাইয়ে কাজ করতেন ২৮ বছর বয়সী মো. খায়রুল। তার মাথা ও শরীরের কয়েক জায়গায় জখমের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
দক্ষিণখান থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, সোমবার সকালে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে খায়রুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন তারা।
মাংসের দোকানের মালিক সাজ্জাদ হোসেন সম্পর্কে খায়রুলের মামা। মামা-ভাগ্নে দুজনেই বাসা উত্তর বাড্ডার বড় বেরাইদ এলাকায়। কাজ শেষ করে রাতে বাড়ি না গিয়ে দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন খায়রুল।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, “সকালে সাজ্জাদ হোসেন মার্কেটে গিয়ে দোকানের ঝাঁপ খোলা না পেয়ে ভাগ্নে খায়রুলকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ ডাকাডাকির পরও খায়রুল কোনো সাড়া শব্দ না করায় সাজ্জাদ হোসেন লক্ষ্য করেন যে, তার দোকানের শাটারের তালা খোলা এবং সামান্য উঁচু করা।
“সাজ্জাদ তখন শাটার খুলে দোকানের ভেতরে ঢুকে দেখেন, মাংস কাটার জায়গায় কম্বল দিয়ে খায়রুলের মরদেহ ঢাকা দেওয়া আছে।“
এই খুনের পেছনের কারণ এখনও ‘স্পষ্ট নয়’ জানিয়ে ওসি সিদ্দিকুর বলেন, পুলিশের পাঁচটি দল পৃথকভাবে তদন্তে নেমেছে।
“ঘটনাস্থলের ও আশপাশের সকল সিসিটিভি ভিডিও সংগ্রহ কাজ করা হচ্ছে,” বলেন পুলিশের এই কর্মকর্তা।
খায়রুলের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।