বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে; ফলে শবে মেরাজ পালিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক মো. মুনিম হাসান বলেন, মঙ্গলবার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং ১৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।
হিজরি সনের ২৬ রজব শবে মেরাজ পালিত হয়। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের রাতে হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন।
সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকে। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান মুসলমানরা।
শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।