রাজশাহীগামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙা দেখতে পান।
Published : 08 May 2024, 01:46 PM
নাটোরের বাগাতিপাড়ার উপজেলায় রেললাইনে ভাঙা দেখতে পাওয়ার পর ওই অংশে পাটের বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করছে।
বুধবার সকালে আব্দুলপুর স্টেশন থেকে রাজশাহী রেলপথের বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় স্থানীয়রা রেললাইনের অংশটি প্রায় চার ইঞ্জির মতো ভাঙা দেখতে পান বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান।
তিনি বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙা দেখতে পান। পরে এলাকাবাসী লোকমানপুর স্টেশন মাস্টারকে জানালে রেলওয়ে কর্মীরা গিয়ে রেললাইন মেরামত শুরু করেন।”
রেলের এ কর্মকর্তা বলেন, “৫০ বছরের পুরাতন লাইন তাই এমন ঘটেছে। ভাঙা ওই স্থানটি দিয়ে বিশেষ কায়দায় (পাটের বস্তা দিয়ে) ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।”
দুপুরের মধ্যে ভাঙ্গা স্থানটির মেরামত সম্পূর্ণ হবে বলে জানান তিনি।