টিপু হত্যা: সাবেক ছাত্রলীগ নেতা টিটুসহ ৩ জনের জামিন বাতিল

এর আগে আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় এই তিন আসামি ৩ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 01:54 PM
Updated : 3 May 2023, 01:54 PM

ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাসহ তিনজনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত।

তারা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান টিটু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর ও আরেক আসামি মোহাম্মদ মারুফ খান।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তিন আসামি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদারের উপস্থিতিতে জামিন শুনানি হয়।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Also Read: ‘নাটের গুরুরা’ দলের নেতা বলেই কি? ক্ষোভ টিপুর স্ত্রীর

Also Read: ঢাকায় শাহজাহানপুরে সড়কে গুলি, আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত

Also Read: আধিপত্য আর প্রতিশোধ: টিপু খুনে ঢাকা-দুবাই সংযোগ

Also Read: টিপু খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতার পরিকল্পনায়: র‌্যাব

এর আগে গত ১৮ এপ্রিল তিন আসামির জামিন চেয়ে শুনানি হয়েছিল। সেদিন উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ৩ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেদিন বিচারক ৩ মে আবার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানির কথা বলেছিলেন।

বুধবার বিচারক হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ তাদের সংশ্লিষ্টতার বিস্তারিত তুলে ধরেন।

২০২২ সালের ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন গাড়িতে থাকা টিপু। তার মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে গুলি ছোড়ে হেলমেটধারী আততায়ী। ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। টিপুর গাড়িচালক মুন্না বেঁচে গেলেও আহত হন।

এক বছর আগের এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। এক আসামির জবানবন্দিতে টিপুর দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দিকে অভিযোগের আঙুলও তোলা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

আলোচিত এ মামলায় তদন্তকারী সংস্থা ডিবির পাশাপাশি র‌্যাব এসব আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন পরে জামিনও পায়।