উচ্চ আদালত অঙ্গনে ‘অস্থিতিশীলতার’ প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের পক্ষ থেকে সব দলের আইনজীবীদের প্রতি ‘শুভ ও কল্যাণকর’ কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 03:40 PM
Updated : 7 June 2023, 03:40 PM

উচ্চ আদালত অঙ্গনে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে দীর্ঘদিনের অস্থিতিশীলতা নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ আইনজীবী কংগ্রেস।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রবেশমুখে মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

আইনজীবী কংগ্রেসের সুপ্রিম কোর্ট বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বার শাখার নেতা আইনজীবী আব্দুর রউফ খান, দেবদাস সরকার, মো. সাইফুল আলম ফুয়াদ, ফকির আব্দুল মুজিদ।

সংগঠনের চেয়ারম্যান আইনজীবী কাজী রেজাউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব স্তরের আইনজীবীরা এগিয়ে আসলে অবশ্যই স্থিতিশীল পরিবেশ আনা সম্ভব। এককভাবে এসব শিষ্টাচার বর্জিত কাজের বিরোধিতা করলে হবে না, সাংগঠনিকভাবে বলতে হবে।

দিন দিন আইন অঙ্গনের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “সব মানুষের কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে যাচ্ছি। রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু তার ঊর্ধ্বে আইন পেশাকে দেখতে হবে।”

সংগঠনের পক্ষ থেকে সব দলের আইনজীবীদের প্রতি শুভ ও কল্যাণকর কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।