বৃহস্পতিবারও সরকারি প্রোটোকল ছাড়াই ঢাকা থেকে গোপালগঞ্জ যান শেখ হাসিনা।
Published : 08 Dec 2023, 10:09 AM
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে দুইদিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান।
শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ কথা জানান।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে সরকারি প্রোটোকল না নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান।”
সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করার কর্মসূচি রয়েছে।
বৃহস্পতিবারও সরকারি প্রোটোকল ছাড়াই ঢাকা থেকে গোপালগঞ্জ যান শেখ হাসিনা।