বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়তা দেবে এফএও

প্রকল্পটি বাস্তবায়নে ৫ লাখ ৫ হাজার ডলারের অনুদান সহায়তা দেবে সংস্থাটি

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 02:08 PM
Updated : 22 May 2023, 02:08 PM

বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের আয় বাড়াতে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহযোগিতা করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এ লক্ষ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়নে ৫ লাখ ৫ হাজার ডলারের অনুদান সহায়তা দেবে জাতিসংঘের এই সংস্থা।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এফএওর একটি চুক্তি হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, চুক্তিপত্রে ইআরডি সচিব শরিফা খান এবং এফএওর প্রতিনিধি রবার্ট ডগলাস সিম্পসন সই করেন।

‘সাসটেইনেবল ম্যানেজেমেন্ট অব ফিশারিজ, মেরিন লিভিং রিসোর্সেস অ্যান্ড দেয়ার হেবিট্যাটস ইন দ্য বে অব বেঙ্গল রিজিওন ফর দ্য বেনেফিট অব কোস্টাল স্টেইটস অ্যান্ড কমিউনিটিজ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এফএও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই সহযোগিতা দেবে।

ইআরডি জানায়, টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় মৎস্য ও সামুদ্রিক প্রাণিসম্পদ এবং এদের বিচরণস্থলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা প্রকল্পটির মূল উদ্দেশ্য। বঙ্গেপসাগরের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতাও দেওয়া হবে এই প্রকল্পের অধীনে।

প্রকল্পটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন করবে। বন অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসাবে দায়িত্ব পালন করবে।