তাঁতীবাজার, বনানীর কাকলী ও জিগাতলায় এ তিন বাসে আগুন দেওয়া হয়।
Published : 08 Nov 2023, 08:00 PM
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে ঢাকার তিন সড়কে তিন ঘণ্টার কিছু সময়ের মধ্যে তিন বাসে আগুন দেওয়া হয়েছে।
এরমধ্যে জিগাতলার কাছে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
বাকি দুটি আগুন দেওয়ার ঘটনা ঘটে তাঁতীবাজার এবং বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার কিছু সময়ের মধ্যে প্রথমে দুটি বাসে আগুন দেওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁতীবাজারে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঢাকা সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি।
“এরপর রাত ৮টা ৮ মিনিটে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার আগেই আগেই আগুন নিভে যায়।”
অপরদিকে জিগাতলায় রমযান পরিবহনের বাসে আগুন দেওয়া হয় রাত পৌনে ১০ টার দিকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিগাতলায় আগুন দেওয়ার ঘটনা জড়িত থাকার অভিযোগে একজন আটক করা হয়েছে। থানায় এনে যাচাই বাছাই করা হচ্ছে তিনি জড়িত কিনা।
জাতীয় নির্বাচনের আগ দিয়ে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে সমাবেশ ও সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধের পুরনো কর্মসূচিতে ফিরেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ২৯ অক্টোবর হরতালের পর তিন দফায় অবরোধের কর্মসূচি দিয়েছে দল দুটি।
দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে একদিন বাদ দিয়ে ফের ৮ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দল দুটির।