বারিধারার বাড়িতে আগুন 'বৈদ্যুতিক সরঞ্জাম' থেকে

ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 07:38 AM
Updated : 17 March 2024, 07:38 AM

রাজধানীর বারিধারা 'ডিপ্লোম্যাটিক' জোনে চীনা নাগরিকের বাসায় ‘বৈদ্যুতিক সরঞ্জাম থেকে’ আগুনের সূত্রপাত হয়েছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রোববার রাত ১টার দিকে বারিধারার ১৩ নম্বর সড়কের ওই ছয় তলা ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাটে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।

গুলশান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইদ মনিরুল ইসলাম বলেন, “আগুন লেগেছিল ফ্ল্যাটের শোবার ঘরে। ইলেকট্রিক ডিভাইস থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ফায়ার সার্ভিস দ্রুত যওয়ায় আগুন ছড়াতে পারেনি।”

ওই ফ্ল্যাট থেকে দুইজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় জানিয়ে মনিরুল ইসলাম বলেন, “অন্য ফ্ল্যাটের বাসিন্দারা আগেই নিরাপদে বের হয়ে যান।”

ভবনটির মালিক একজন বাংলাদেশি। ভবনের প্রতিটি ফ্লোরে চীনের নাগরিকরা ভাড়া থাকেন। তারা বিভিন্ন প্রকল্পে কাজ করেন।

ভবনের ছাদে একটি বার এবং রেস্তোরাঁ আছে, যা অবৈধ বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলামের ভাষ্য।