ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে মামলা করছে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2022, 01:30 PM
Updated : 31 July 2022, 01:30 PM

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাড়ে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলা করা হবে বলে দুদক জানিয়েছে।

রোববার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, শিগগিরই দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান মামলা দায়ের করবেন।

দুদক সচিব বলেন, “সেলিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কমিশনের অনুমোদনক্রমে তার বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করা হয়। এরপর সম্পদ বিবরণী দাখিল করলে তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই শেষে ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে।”

এছাড়া দুদকের অনুসন্ধানে ‘৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়েরর অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল দুদকের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়।

ইউপি চেয়ারম্যান সেলিম খান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ারও কর্ণধার। গত বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ১০০টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

Also Read: সেলিম খানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা