এর আগে কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে ডিএনসিসি।
Published : 22 Aug 2023, 12:41 AM
বিটিআই নিয়ে জালিয়াতির ঘটনায় চীনের এক নাগরিক এবং পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজের তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সোমবার রাতে গুলশান থানায় করা প্রতারণার মামলায় মার্শাল অ্যাগ্রোভেটের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, এক পরিচালক এবং চীনের নাগরিক আর লি কিওয়াংকে আসামি করা হয়েছে।
থানার ওসি ফরমান আলী বলেন, “আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি প্রতারণা ও জালিয়াতির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করব এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইনজীবী সাজেদ আহমেদ সাংবাদিকদের বলেন, জৈব কীটনাশক সরবরাহ নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
“তারা (মার্শাল অ্যাগ্রোভেট) বিটিআই সরবরাহ করেছেন মোড়কজাত করে। যে উৎপাদকের কথা বলে তারা আমাদের পণ্যটি সরবরাহ করেছেন, ওই ম্যানুফ্যাকচারার আমাদের জানিয়েছে- পণ্যটি তাদের নয়। এইজন্য আমরা দণ্ডবিধির ৪২০, ৪০৬,৪৬৩ এবং ১০৯ ধারার অধীনে সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে এজাহার দায়ের করেছি। পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করেছে।”
ঢাকা উত্তর সিটির ‘বিটিআই’ কোথা থেকে এল
বিটিআই প্রতারণা: মার্শাল অ্যাগ্রো ডিএনসিসির ‘কালো তালিকা’য়
এই মামলায় চীনের নাগরিক লি কিওয়াংকে আসামি করার বিষয়ে ডিএনসিসির আইনজীবী সাজেদ বলেন, লি কিওয়াং নিজেকে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন।
“কিন্তু বেস্ট কেমিক্যাল কোম্পানি আমাদের লিখিতভাবে জানিয়েছে, সে বেস্ট কেমিক্যালের কেউ নয়। এজন্য তাকেও আসামি করেছি। সে এই মামলার চার নম্বর আসামি।”
ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা নিধনে জৈব কীটনাশক বিটিআই প্রয়োগের কাজ গত ৭ অগাস্ট উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এই কীটনাশকের পুরো নাম ব্যাসিলাস থুরিংয়েইনসিস ইসরায়েলেনসিস।
সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড থেকে ৫ টন বিটিআই আনা হয়েছে বলে সেদিন জানিয়েছিল ডিএনসিসি। মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি কীটনাশকটি সরবরাহ করেছে।
সেদিন বিটিআই বিশেষজ্ঞ এবং সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি হিসেবে লি কিওয়াং নামে একজনকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যমে এ খবর দেখে গত ১৩ অগাস্ট নিজেদের ফেইসবুক পেইজে বেস্ট কেমিকেল ইন্ডাস্ট্রিজ জানায়, সেগুলো তারা সরবরাহ করেনি। লি কিওয়াং তাদের কোনো কর্মী নয়। তাদের নাম ব্যবহার করে যারা ‘বিটিআই’ সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেয় কোম্পানিটি।
মশার লার্ভা নিধনে কেনা জৈব কীটনাশক বিটিআই সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালসের কি না তা জানতে চেয়ে গত ১৪ অগাস্ট সরবরাহকারী মার্শাল অ্যাগ্রোভেটকে চিঠি দেয় ডিএনসিসি। পরে কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে উত্তর সিটি।
আরও পড়ুন:
মার্শাল অ্যাগ্রো ‘বিব্রত’, মামলা করবে ডিএনসিসি
বিটিআই প্রতারণা: মার্শাল অ্যাগ্রো ডিএনসিসির ‘কালো তালিকা’য়
বিটিআই সিঙ্গাপুরের কিনা জানতে ঠিকাদারকে ডিএনসিসির চিঠি