লি কিওয়াং চীনা কোম্পানি শানডং গানন অ্যাগ্রোকেমিকেলের কর্মী। তিনি বেস্ট কেমিকেল থেকে বিটিআই আমদানি করতে ‘থার্ড পার্টি’ হিসেবে কাজ করেছেন।
Published : 20 Aug 2023, 01:50 PM
ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এইডিস মশার লার্ভা নিধনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সরবরাহ করা বিটিআই নিয়ে কেলেঙ্কারির পর সরবরাহকারী কোম্পানি মার্শাল অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ বলেছে এ ঘটনায় তারা ‘অত্যন্ত বিব্রত’।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটিকে দেওয়া এক চিঠিতে তারা ‘বিটিআই বিশেষজ্ঞ’ লি কিওয়াংয়ের আসল পরিচয়ও জানিয়েছে।
তবে মেয়র মো. আতিকুল ইসলাম বলছেন, মার্শাল অ্যাগ্রোভেট ‘প্রতারণা’ করেছে। তাই তাদের বিরুদ্ধে প্রতারণা এবং মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর সিটি।
ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার মধ্যে এইডিস মশা নিয়ন্ত্রণে জৈব বালাইনাশক বিটিআই প্রয়োগের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এর অংশ হিসেবে পাঁচ টন ব্যাসিলাস থুরিংয়েইনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই সংগ্রহ করা হয়, যা সরবরাহ করে মার্শাল অ্যাগ্রোভেট। তারা দাবি করে সিঙ্গাপুরের কোম্পানি ‘বেস্ট কেমিকেল’ ওই বিটিআইয়ের উৎপাদক।
গত ৭ অগাস্ট ঢাকার গুলশানে অনুষ্ঠান করে বিটিআই প্রয়োগের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।
সেই অনুষ্ঠানে সিঙ্গাপুরের বেস্ট কেমিকেলের একজন প্রতিনিধির সঙ্গেও সাংবাদিকদের পরিচয়ও করিয়ে দেওয়া হয়। তার নাম জানানো হয় ‘লি কিওয়াং’। বলা হয়, তিনি কোম্পানির এক্সপোর্ট ম্যানেজার এবং তিনি ডিএনসিসির কর্মীদের প্রশিক্ষণ দেবেন।
কিন্তু গত ১৩ অগাস্ট নিজেদের ফেইসবুক পেইজে এক পোস্টে বেস্ট কেমিকেল ইন্ডাস্ট্রিজ জানায়, বাংলাদেশি কোম্পানি মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ৫ টন বিটিআই পাঠানোর খবরটি তাদের নজরে এসেছে। সেখানে ‘প্রতারণামূলকভাবে’ তাদের নামটি ব্যবহার করা হয়েছে। তারা এই বিটিআই সরবরাহ করেনি।
বিটিআই প্রতারণা: মার্শাল অ্যাগ্রো ডিএনসিসির ‘কালো তালিকা’য়
বিটিআই সিঙ্গাপুরের কিনা জানতে ঠিকাদারকে ডিএনসিসির চিঠি
বাংলাদেশের মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল তাদের সরবরাহকারী নয় জানিয় এও বলা হয়, লি কিওয়াং তাদের কোম্পানির কেউ নন।
এ অবস্থায় বিষয়টির ব্যাখ্যা চেয়ে মার্শাল অ্যাগ্রোভেটকে চিঠি দেয় ঢাকা উত্তর সিটি। বৃহস্পতিবার মার্শাল অ্যাগ্রোভেটের জবাব পায় ডিএনসিসি।
মার্শাল অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিনের পাঠানো চিঠিতে বলা হয়, সিঙ্গাপুরের বেস্ট কেমিকেল কোম্পানি মার্শাল অ্যাগ্রোভেটকে বিটিআই সরবরাহ করেনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় তারা ‘অত্যন্ত বিব্রত’।
লি কিওয়াংয়ের পরিচয় জানিয়ে সেখানে বলা হয়, তিনি চীনা প্রতিষ্ঠান শানডং গানন অ্যাগ্রোকেমিকেলের কর্মী। তিনি বেস্ট কেমিকেল থেকে বিটিআই আমদানি করতে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেছেন।
মার্শাল অ্যাগ্রোভেট লিখেছে, “আমাদের থার্ড পার্টি পণ্যটি সম্পূর্ণ প্রস্তুত করে প্যাকেট, কার্টনসহ সরবরাহ করেছে। আমাদের দেশে এর কোনো কাজই হয়নি। তাই আমরা থার্ড পার্টির কথায় বিশ্বাস করি এবং এটি ১০০% মানসম্মত পণ্য হিসেবে বিশ্বাস করি।”
চিঠিতে মার্শাল অ্যাগ্রোভেট বলেছে, মশার লার্ভা নিধনে বিটিআই সংগ্রহের জন্য ঢাকা উত্তর সিটির ঘোষণা পেয়ে তারা বিভিন্ন দেশে মানসম্মত বিটিআই উৎপাদনকারী খুঁজতে থাকে। এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের বেস্ট কেমিকেল কোম্পানির নাম পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়।
তবে বেস্ট কেমিক্যালের জবাব দেওয়ার গতি ছিল ‘অনেক ধীর’। দেশে বিটিআইয়ের জরুরি প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তাই অন্য কয়েকটি মাধ্যমে বেস্ট কেমিকেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার কথা বলা হয় মার্শাল অ্যাগ্রোভেটের চিঠিতে।
ঢাকা উত্তর সিটির ‘বিটিআই’ কোথা থেকে এল
বাসাবাড়িতেও ছিটানো হবে লার্ভিসাইড বিটিআই: মেয়র আতিক
সেখানে বলা হয়, “তখন মি. লি কিওয়াং তৃতীয় পক্ষ হিসেবে আমাদের জানান যে বেস্ট কেমিকেল কোম্পানি থেকে তিনি বিটিআই সংগ্রহ করে সরবরাহ করতে পারবেন। তারা লেটার অব অথোরিটি দেয় এবং আমরা ই-জিপির দরপত্রে অংশ নিই। কার্যাদেশ পাওয়ার পর লি কিওয়াংয়ের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি তার কোম্পানির মাধ্যমে বিটিআই সরবরাহ করেন।”
বিটিআই সিঙ্গাপুরের তৈরি এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ চেয়েছিল ডিএনসিসি। তবে মার্শাল অ্যাগ্রোভেট তা দিতে পারেনি।
চিঠিতে তারা বলেছে, তারা নিয়মিত তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা আশ্বস্ত করেছে, দ্রুতই প্রমাণ দিতে পারবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেয়র মো. আতিকুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্শাল অ্যাগ্রোভেট পুরো বিষয়টি নিয়েই প্রতারণার আশ্রয় নিয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে।
“আজ দুপুরে বিষয়টি নিয়ে মিটিং হবে। মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে, কীভাবে কী করা যায়। প্রতারণা করলে তার বিরুদ্ধে মামলা অবশ্যই দিব। মানহানির মামলাও হবে। আইনগতভাবে যা যা করা দরকার তাই করতে বলেছি।”
বিষয়টি নিয়ে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে মার্শাল অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিনকে ফোন করা হলেও তিনি ধরেননি। এসএমএস দিলেও তার সাড়া পাওয়া যায়নি।