Published : 14 Oct 2023, 06:06 PM
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন।
শনিবার তিনি সস্ত্রীক শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে বলা হয়, বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার স্ত্রী ও একজন সফরসঙ্গী আছেন। সফরের অংশ হিসেবে এয়ার চিফ মার্শাল হান্নান বিমান বাহিনীর দুইটি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন করবেন।
আগামী ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।