ইসির নির্দেশনার পর এ সিদ্ধান্ত এল।
Published : 14 Dec 2023, 06:27 PM
ভোটে বাধার কারণ হতে পারে, এমন রাজনৈতিক কর্মসূচিতে ১৮ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত এ বিধিনিষেধ জারি থাকবে বলে এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, “১৮ ডিসেম্বর তারিখ হতে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা ব্যতীত নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে- এরূপ কোন প্রকার সভা, সমাবেশ বা অন্য কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
এ ধরনের ব্যবস্থা নিতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তার একদিন বাদেই সেই ব্যবস্থা নেওয়া হলো।
ভোটের আগে প্রচার ছাড়া রাজনৈতিক কর্মসূচি নয়: ইসি
তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। পরদিন প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ দিন ভোটের প্রচার চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।
ভোট বর্জন করে এক দফার আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলের হরতাল-অবরোধের মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভোটের প্রচার শুরুর আগে ‘ভোটে বাধা দানের’ কর্মসূচিতে নিষেধাজ্ঞা এলো।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪৪টি। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৮টি দল এবার ভোটে অংশ নিচ্ছে।