বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা খলিলুরকে ২০২০ সালের ১৭ অগাস্ট কানাডায় হাই কমিশনারের দায়িত্ব দেয় সরকার।
Published : 21 Aug 2023, 04:18 PM
কানাডায় বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমানের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার।
আগের চুক্তির ধারাবাহিকতায় একই শর্তে আগামী ৩১ অক্টোবর থেকে ছয় মাসের জন্য তাকে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা খলিলুরকে ২০২০ সালের ১৭ অগাস্ট কানাডায় হাই কমিশনারের দায়িত্ব দেয় সরকার।
তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কানাডা অনুবিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় ২০২১ সালের ২১ অক্টোবর দুই বছরের চুক্তিতে খলিলুরকে কানাডার হাই কমিশনার করা হয়।
কূটনীতিক হিসেবে তিনি নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং জেনিভায় বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন।