কাদের বলেন, "হঠাৎ করে কারা মেট্রোরেলে ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে জুলাই থেকে এ ধরনের ঘোষণা দিল! এ সম্পর্কে আমরা কিছু জানি না।
Published : 05 Apr 2024, 04:05 PM
রাজধানীতে সময় সাশ্রয়ী যানবাহন মেট্রোরেলের ভাড়া আগামী পয়লা জুলাই থেকে বাড়ছে বলে যে খবর সংবাদমাধ্যমে এসেছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো ‘তথ্য নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেট্রোরেলে ভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই এ ধরনের খবর প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের এই মন্ত্রী।
কাদের জানতে চেয়েছেন, কারা মেট্রোরেলের ভাড়ার উপর ভ্যাট আরোপ করেছে?
তিনি বলেন, " হঠাৎ করে কারা মেট্রোরেলে ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে জুলাই থেকে এ ধরনের ঘোষণা দিল! এ সম্পর্কে আমরা কিছু জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল, মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দুর।
"আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না। এই বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যায়নি।"
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলছিলেন কাদের।
এনবিআরের ভ্যাট বিভাগ বৃহস্পতিবার এক আদেশ জারি করে বলেছে, মেট্রোরেলের টিকেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপিত থাকলেও আধুনিক এ বাহন চালুর সময় তা মওকুফ করা হয়েছিল। এখন ভ্যাটে ওই ছাড় আর দেওয়া হবে না।
ফলে আগামী ১ জুলাই থেকে মেট্রোরেলের যাত্রীদের টিকেটের ওপর ভ্যাট পরিশোধ করতে হবে। মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে এনবিআর।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল।
মেট্রোরেলে যাতায়াত উৎসাহিত করতে শুরু থেকেই যাত্রীদের ভ্যাট অব্যাহতি দিয়ে আসছিল এনবিআর। ডিএমটিসিএল গত মাসে এনবিআরকে এই সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিল। কিন্তু এনবিআর ‘না’ বলে দিয়েছে।
বান্দরবানে দুই দিনে তিন ব্যাংক ডাকাতি এবং গোলাগুলির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, " পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, প্রশাসন দৃষ্টি রেখেছে। তবে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত সরকার তা খতিয়ে দেখছে।"
গত মঙ্গলবার থেকে ১৬ ঘণ্টায় বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক শাখায় হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় অপহৃত ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে বৃহস্পতিবার উদ্ধার করেছে র্যাব।
'রাতারাতি বিকশিত হয় না'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "রাতারাতি গণতন্ত্রের শাখা-প্রশাখা বিকশিত হবে এমনটি ভাবার কারণ নেই। আমাদের গণতন্ত্র অনেক পরীক্ষার মধ্য দিয়ে বাধা বিপত্তির মধ্য দিয়ে গিয়েছে।"
পঁচাত্তরে ১৫ অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিএনপি 'হত্যা সন্ত্রাস খুনের রাজনীতি শুরু করে' বলে মন্তব্য করেন কাদের।
"২১ বছর এদেশে গণতন্ত্রের চিহ্নও ছিল না। আমরা অনেক দেরিতে গণতন্ত্রের চর্চা শুরু করেছি। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। পরিপূর্ণতা কোথাও আসেনি, আমরা চেষ্টা করছি। আমাদের গণতন্ত্র বিকাশমান। এই প্রতিষ্ঠান কে যে কোন মূল্যে আমরা বাঁচিয়ে রাখব।"
আওয়ামী লীগ কোনো ইফতার পার্টি করেনি জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, "গণভবনেও ইফতার পার্টি হয়নি। গতবারও হয়নি। আমরা পার্টি না করে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।"
‘দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় নেই’
কাদের বলেন, "নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোন উপায় নাই। গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা। গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে এবং উদ্ধার করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।"
এই দেশে বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, " তারা বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না। তারা ঠেকাতে পারেনি, নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছে ৫ দিনও টিকবে না এই সরকার, সেই জানুয়ারির ৭ তারিখ থেকে তিন মাস হয়ে গেলো সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলানো ছাড়া আর গত্যন্তর নেই। "
সরকার দেশজুড়ে 'হরিলুট চালাচ্ছে'- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, " কীভাবে হরিলুট চলছে? কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন। আশিভাগ লোক জেলে, ফখরুল সাহেব মায়া কান্না কাঁদেন। এই আশিভাগের তালিকা কই? কোথায় হরিলুট চলছে? আমাদের আজকে পরিস্থিতি সামাল দিতে অনেক কষ্ট হচ্ছে।"
পুরনো খবর