রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা চেয়েছেন মো. তোফাজ্জল হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 05:33 PM
Updated : 13 Dec 2022, 05:33 PM

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার তথ্যবিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। নতুন কর্মক্ষেত্রে তার সাফল্যও কামনা করেন।

আর নতুন মুখ্য সচিব দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন মো. তোফাজ্জল হোসেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

গত ৭ ডিসেম্বর মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব পদে নিয়োগ পান। পরের দিন দায়িত্ব নেন তিনি।