তারা মেল বেট, ওয়ান এক্স বেট ও বেট উইনার নামের বেটিং বা জুয়ার সাইট পরিচালনার সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে তথ্য ছিল।
Published : 05 Oct 2023, 02:35 PM
বিদেশি জুয়ার সাইট বাংলাদেশে পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
তারা মেল বেট, ওয়ান এক্স বেট ও বেট উইনার নামের বেটিং বা জুয়ার সাইট পরিচালনার সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে তথ্য ছিল।
রাশিয়ার মস্কোতে বসে এসব সাইট বাংলাদেশের পরিচালন ও অর্থ লেনেদেনের বিষয়টি নিয়ন্ত্রণ করছেন শরীয়তপুরের মতিউর রহমান।
পরে সাইটগুলোর এজেন্টদের থেকে সংগ্রহ করা অর্থের বেশির ভাগ হুন্ডি বা ক্রিপটোকারেন্সিতে রূপান্তর করে রাশিয়ায় পাঠানো হচ্ছিল। প্রতি মাসেই এভাবে কয়েক কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়।
বৃহস্পতিবার ঢাকা ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়- রেজাউল করিম (৩১), সৈকত রহমান (৩০), সাদিকুল ইসলাম (২৮), নাজমুল আহসান (৩০), তৌহিদ হোসেন (২৫) ও জাকির হোসেনকে (৩৪)।
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid025tjtEyBWEZ5SK3T5c9LjRqffaPW7X5ZdGonUZZgCRGkDxsdN4A6eZLPV9ZUAUmoxl ]