গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা গায়েবের ঘটনা সম্প্রতি সামনে আসে।
Published : 29 Jan 2024, 04:41 PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা গায়েব হওয়ার ঘটনায় চারজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
এই আটজন হচ্ছেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুম রানা, সাইদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম, আকরাম শেখ এবং সিপাই রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তরা) আকরামুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে পাঠানোর পর আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
“তাদের কাছ থেকে স্বর্ণ চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হবে,” বলেন তিনি।
সম্প্রতি বিমানবন্দর লস্ট অ্যান্ড ফাউন্ডস শাখা সংলগ্ন কাস্টমস ট্রানজিট গোডাউনের অটোমেশনের কাজ শুরু হয়। এরইমধ্যে ওই গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা গায়েবের ঘটনা সামনে আসে, যেসব উদ্ধার করা হয়েছিল ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় গত ৩ সেপ্টেম্বর একটি চুরি মামলা হলে কাস্টমসের আটজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পেলে এই আটজনকে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)