তিনজন মহানগর হাকিম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Published : 09 Nov 2023, 10:12 PM
বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে তিন মামলায় রিমান্ড শেষে বিএনপি চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এই চারজন হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও শাহজাহান ওমর এবং মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে তিনজন মহানগর হাকিম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর মধ্যে আমীর খসরু ও জহির উদ্দিন স্বপনকে গত ২৩ অক্টোবর সংঘর্ষের মধ্যে পুলিশ হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সেদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় দুদুকে তিন দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
আর শাহজাহান ওমরকে পুলিশ চার দিনের রিমান্ডে নিয়েছিল ঢাকার গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার মামলায়।
পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত খসরু ও স্বপনকে, মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত শাহজাহান ওমরকে এবং মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী দুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীরা কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
ওই সংঘর্ষের মধ্যে বেশ কিছু যানবাহন পোড়ানোর পাশাপাশি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়, হামলা হয় প্রধান বিচারপতির বাসভবনে। কালভার্ট রোড এলাকায় পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়।
এসব ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৬টি মামলা করে পুলিশ।
২ নভেম্বর সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিনই রাতে গুলশানের আরেক বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাদের পুলিশ হত্যা মামলায় আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।
৫ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পুলিশের আবেদনে তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
আর শাহজাহান ওমরকে ৪ নভেম্বর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দফার অবরোধের আগের দিন ঢাকার গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার এক মামলায় তাকে আদালতে হাজির করা হয় ৫ নভেম্বর। ওই মামলায় আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠায়।