নিহত একজন পোশাক কারখানার কর্মী, অপরজন বাসচালক।
Published : 02 Jun 2023, 11:30 AM
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেছে।
যাত্রাবাড়ী চৌরাস্তা ও মাতুয়াইল হাসেম রোড এলাকায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই মো. তুহিন মিয়া জানান।
নিহতরা হলেন- মো. মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)। পোশাক কারখানায় কাজ করা মিরাজ চাঁদপুরের লোকমান মিয়ার ছেলে। আর সেলিমের বাড়ি ময়মনসিংহে; ঢাকায় ‘সময় পরিবহনের’ বাস চালাতেন তিনি।
এসআই তুহিন জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক পারাপারের সময় পেছন থেকে একটি বাস মিরাজকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর ঘণ্টা তিনেক আগে রাত ২টার দিকে মাতুয়াইল হাসেম রোড এলাকায় 'ঠিকানা পরিবহনের' একটি বাসের ধাক্কায় রিকশার যাত্রী বাসচালক সেলিম ও তার সহকারী সাদ্দাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যাত্রাবাড়ীতে বাস রেখে সেলিম ও সাদ্দাম রিকশায় বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে তাদের সহকর্মী মো. সজিব ইসলাম জানান।