শহীদুজ্জামানকে নিয়ে সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে।
Published : 15 Feb 2024, 06:16 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ নিয়েছেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সংসদ ভবনে তার কার্যালয়ে এ সংসদ সদস্যকে শপথ পড়ান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার শপথ বইয়ে স্বাক্ষর করেন।
দেশের অন্য সব আসনের সঙ্গে নওগাঁ-২ আসনেও ৭ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
এরপর নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়।
শহীদুজ্জামান নৌকা প্রতীকে পান ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রকৌশলী আখতারুল আলম পান ৭৪ হাজার ৩৮১ ভোট।
শহীদুজ্জামান বিজয়ী হওয়ায় এখন সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে।
পুরনো খবর