নৌকার প্রার্থী ৪৪ হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।
Published : 12 Feb 2024, 09:32 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটে আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার বিজয়ী হয়েছেন।
সোমবার দিনভর ভোট শেষে রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসকের হলরুমে ফলাফল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও ডিসি গোলাম মওলা।
১২৪ ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, শহীদুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রকৌশলী আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।
শহীদুজ্জামান সরকার ৪৪ হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য হলেন।
নওগাঁ-২ আসনে ৫৭ শতাংশ ভোট, নারী ভোটার বেশি
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট।
এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। নির্বাচনে মোট ৫৭ দশমিক ২১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সোমবার ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। তবে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি দেখা গেছে। ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মত।
৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন পেয়েছে। সংসদ সদস্যরা শপথ নিয়ে এরই মধ্যে অধিবেশনও শুরু করেছেন।
শহীদুজ্জামান বিজয়ী হওয়ায় এখন সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে।