ঘেরাওয়ের সেই ঘটনার পর বাহালুল হককে ‘অনুপস্থিত’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব অন্য একজনকে দেওয়া হয়।
Published : 02 Mar 2023, 05:25 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি ঘেরাও করে মোনাজাত করার ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে তাকে এই ব্যাখ্যা দিতে বলা হয়।
চিঠিতে বাহলুলের উদ্দেশে বলা হয়, গত ফেব্রুয়ারির ৯ তারিখে বেলা ২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রায় ৩০ থেকে ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মাইকে বিভিন্ন ধরনের ‘অসঙ্গতিপূর্ণ’ বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেছেন।
“এ ধরনের আচরণ খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে এসেছে। কেন এবং কী উদ্দেশ্যে আপনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন? এ বিষয়ে পত্র ইস্যুর তারিখ হতে ৩ (তিন) কার্যদিবসের জবাব দেবেন।’
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্প্রচার করা হয়। এতে বাহালুল হক মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান তার কার্যালয়ের একাধিক কর্মকর্তা।
এর মধ্যে ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করে মোনাজাত ধরেন।
ভিসির বাসভবন ঘেরাও করে মোনাজাত ধরলেন ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক
কী কারণে উপাচার্যের বাসভবন ঘেরাও, এ নিয়ে সেদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি বাহলুল হক। পরে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনার পর বাহালুল হককে ‘অনুপস্থিত’ দেখিয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ‘চিকিৎসাধীন’ বাহলুলের পরিবারের আবেদনে তাকে অনুপস্থিত দেখিয়ে তার দায়িত্ব ছানাউল্লাহকে দেওয়া হয়েছে।