দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসকরা বিশাল সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ।
Published : 27 Jan 2024, 10:19 AM
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় চার চিকিৎসকসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ঢাকার এক বিচারক।
আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদনের এক শুনানি নিয়ে রোববার এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম (৪০), ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ও ডা. কে এম বশিরুল হক (৪৮)। তাদের চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
অপরদিকে ডা. জাকারিয়া আশরাফ (২৬), ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালা (৫২) ও জাকিয়া ফারইভা ইভানাকে (৩৫) তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
এছাড়া আরও চার আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরা হলেন- ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৫), ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)।
আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আসামিদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবদেন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসকরা বিশাল সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। এরপর তদন্তে নেমে আসামিদের গ্রেপ্তার করে সিআইডি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)