আরেক মামলায় বৃহস্পতিবার দুই নেতাকে একদিনের হেফাজতে পেয়েছিল পুলিশ।
Published : 25 Oct 2022, 10:43 PM
ছাত্রলীগ নেতা আমিনুর রহমানের দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায়নি শাহবাগ থানা পুলিশ।মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুর শুনানি শেষে রিমান্ড আবেদনকে অযৌক্তিক বিবেচনা করে তা নাকচ করেন।
তবে ছাত্রলীগের আরেক নেতার মামলায় আকতারসহ দুজনকে রিমান্ড পাঠানোর আদেশ আগেই হয়েছিল আদালত থেকে।
আমিনুরের মামলায় গত ১৩ অক্টোবর তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু আসামিদের সাত দিন রিমান্ডের আবেদন করেন। তবে ঢাকার বাইরে সাক্ষ্য দিতে যাওয়ায় দুই দফায় পিছিয়ে রিমান্ড শুনানির জন্য এদিন ধার্যকরেন আদালত।গত বৃহস্পতিবার ছাত্রলীগের আরেক নেতা নাজিম উদ্দিনের করা মামলায় আকতার ও আকরামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর।
দুই মামলার আসামিরা হলেন- আকতার হোসেন, আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ।গত ৭ অক্টোবর আবরার ফাহাদ হত্যার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সভা আয়োজনের সময় ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ। আহতদের নিয়ে পরিষদের নেতা-কর্মীরা ঢাকা মেডিকেলে গেলে সেখানেও চড়াও হয় ছাত্রলীগ। সেখানে দুই পক্ষে উত্তেজনার পর ছাত্র পরিষদের ২৪ জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
ছাত্রলীগ নেতার মামলায় ছাত্র পরিষদের ২ নেতা রিমান্ডে
ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
গ্রেপ্তারের প্রতিবাদে কারাবরণে আদালত পানে নূরদের পদযাত্রা
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি হামলায় পণ্ড
এরপর ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ এনে সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এ দুটি মামলা দায়ের করেন