ঢাকার তুরাগের বাউনিয়া বটতলা এলাকায় ঘুমন্ত স্বামীর জননাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্বামী একটি পোশাক কারখানার মেকানিক, স্ত্রী সেলাই মেশিন অপারেটর।
‘সন্দেহের’ জের ধরে দুজনের মধ্যে ঝগড়ার রেশ থেকে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন আহত ব্যক্তির বন্ধুরা।
আহতের বন্ধু বশির আহমেদ ও বাড়ির মালিক আনোয়ার হোসেন রাত ৯টার দিকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর আগে প্রাথমিক চিকিৎসা দিতে তারা আহত বন্ধুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছিলেন।
বশির জানান, ছয় বছর আগে ওই নারীকে বিয়ে করেন তার বন্ধু। তারা দুজনই পোশাক কারখানার কর্মী। বিয়ের পর বছর খানিক ভালোই চলেছে। এরপর থেকেই দু'জন দু'জনকে সন্দেহ করা শুরু করেন। নিয়মিত ঝগড়া থেকে সংসারে নেমে আসে অশান্তি।
বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, এ দম্পতি তার বাসায় চার মাস ধরে ভাড়া থাকেন। এরমধ্যে তিন মাসের ভাড়া বাকি। শনিবার বিকালে তাদের ঘর থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই ব্যক্তি। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা শুনে তার স্ত্রীকে আটক করে পুলিশে দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তি চিকিৎসধীন রয়েছেন। তার স্ত্রী থানা হেফাজতে রয়েছে।