ঢাকার শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

দগ্ধ সবাই একটি ম্যাচ কারখানার শ্রমিক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2022, 07:02 PM
Updated : 9 August 2022, 07:02 PM

ঢাকার শ্যামপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দগ্ধ চারজন হলেন- রতন (৩৫), সুনীল (৪০), রনি (২৯) ও আকাঈদ (২২)।

এদের মধ্যে রতন ও সুনীলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দগ্ধ সবাই একটি ম্যাচ কারখানার শ্রমিক।

আহতদের সঙ্গে আসা শ্যামপুর এলাকার সালাম স্টিল মিলের সুপারভাইজার সুমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের মিলের পাশে ওই ম্যাচ কারখানা।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “কাজ শেষ করে কারখানার বাইরে বের হয়ে পানি দিয়ে তারা হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এসময় চারজন দগ্ধ হন।”

রনি ও আকাঈদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ছেড়ে দেন বলে জানান সুমন।