Published : 08 Aug 2022, 09:15 PM
সমতলের আদিবাসীদের জন্য অবিলম্বে পৃথক ভূমি কমিশন গঠনের আহবান জানিয়েছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘ঐতিহ্যগত জ্ঞান, ভূমি, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আদিবাসী নারীর ভূমিকা: চ্যালেঞ্জ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে অধিকাভিত্তিক ১৫টি সংগঠন ও প্রতিষ্ঠান এ সেমিনারের আয়োজন করে।
এতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেনন বলেন, “বাংলাদেশে আদিবাসীদের অধিকার ও স্বীকৃতি নিয়ে একই কথা ৫০ বছর ধরে বলে যেতে হচ্ছে।
“১৯৯১ সালের সাধারণ নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উচ্চ পর্যায়ের একটি জাতীয় কমিটি গঠন করা হয়। কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে পার্বত্য চট্টগ্রাম থেকে পুর্নবার্সিত বাঙ্গালীদের ফেরত আনা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থায়নের জন্য নেদারল্যান্ডস সরকার আগ্রহও প্রকাশ করে। কিন্তু এরপর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।“
সংবিধানে অনুচ্ছেদ ২৩ ক এর সংযোজনকে অগ্রগতি হিসেবে মন্তব্য করে তার অভিযোগ, “তবে এখানে আদিবাসীদের জন্য ‘উপজাতি’ ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মত অবমাননাকর শব্দাবলী রাখা হয়েছে।“
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দের ব্যবহারে ‘অবমাননা’ দেখছেন মেনন
আদিবাসীদের অধিকার সুনিশ্চিত করতে হবে: সিপিবি
‘আদিবাসী’ শব্দে বিধিনিষেধের চিঠি নিয়ে ক্ষোভ
সেমিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “রাষ্ট্রকে মানুষের কাছাকাছি নিতে হবে। পৃথিবীর মোট জনসংখ্যার ৫ শতাংশ আদিবাসী এ গ্রহের ৮০ ভাগ জীববৈচিত্র্য সংরক্ষণ করে। অথচ তারাই আজ বিপন্ন।“
এএলআরডির চেয়ারপারসন ও নিজেরা করি এর সমন্বয়কারী খুশী কবিরের সভাপতিত্বে সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা ও পুয়ামদোর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তি সরকার।
সেমিনারে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্লাস্টের অনারারী নির্বাহী পরিচালক সারা হোসেন, এএলআরডির উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, মধুপুর শালবন আন্দোলনের নেতা অজয় মৃ, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে উপস্থিত ছিলেন।
যৌথভাবে সেমিনারের আয়োজন করে এএলআরডি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ, মালেয়া ফাউন্ডেশন, সিসিডিবি, কারিতাস-বাংলাদেশ, ব্লাস্ট, বেলা, নিজেরা করি, আরবান, সিডিএ, টিআইবি, এইচডিআরসি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।