প্রতারণার মামলায় সুন্দরী প্রতিযোগিতার আয়োজক দম্পতি গ্রেপ্তার

প্রতিযোগিতায় বিজয়ী করেছেন এই মামলা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 07:43 PM
Updated : 30 Nov 2022, 07:43 PM

প্রতারণার মামলায় বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতার আয়োজক অপূর্ব ডটকমের কর্ণধার অপূর্ব আব্দুল লতিফ এবং তার স্ত্রী আফসানা হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার তাদের গ্রেপ্তারের কথা জানিয়ে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আব্দুল আহাদ বলেন, এক নারীর মামলার ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লতিফ ও আফসানাকে আসামি করে খাদিজা আক্তার রাহা নামের এক নারী এই মামলা করেন।

রাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতারণার অভিযোগে তিনি মামলা করেছেন। আসামিরা গ্রেপ্তার হয়েছে। মামলা এখন আদালতে চলবে।

বিবাহিতা নারীদের নিয়ে ‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় রাহা অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন।

এর আগে রাহা গুলশান থানায় জিডি করে বলেছিলেন, লতিফ ও তার স্ত্রী আফসানা তাকে থাইল্যান্ডে মিসেস এশিয়া ইন্টারন্যাশনালে পাঠানোর কথা বলে তার কাছে টাকা নিয়ে আর পাঠায়নি। টাকাও ফেরত দেয়নি।