গত বছরের ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল মামলাটির শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষামান রেখেছিল।
Published : 19 Feb 2023, 02:47 PM
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মো. হরমুজ আলীসহ পাঁচজনের সাজা হবে কিনা তা জানা যাবে সোমবার।
বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিন এ মামলার রায় ঘোষণা করবে।
গত বছরের ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল মামলাটির শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষামান রেখেছিল। রোববার আদালত রায়ের জন্য সোমবার দিন ঠিক করে দেয় বলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল জানান।
এ মামলার আসামি ছিলেন মোট ৮জন। তাদের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে কারাগারে মারা গেছেন তিনজন। এরা হলেন, জাতীয় পার্টির সাবেক সাংসদ এমএ আব্দুল হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু।
বর্তমানে কারাগারে আছেন, মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। আর খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও মো. ফখরুজ্জামান পলাতক।
২০১৫ সালের ১৯ মে ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এই মামলাটি দায়ের করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে মামলাটি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৭ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত করেন। ওই বছরের অক্টোবরে প্রসিকিউশনের আবেদনে মামলার ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
ওইদিনই ঢাকায় গ্রেপ্তার হন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ। ময়মনসিংহ সদর ও ত্রিশালে গ্রেপ্তার হন বাকি তিনজন।
২০১৬ সালের ১১ জুলাই তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালে। সেখানে অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও গুমের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল ২০১০ সালের ২৫ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করে।