এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
Published : 01 Jan 2024, 01:42 PM
ঢাকার কামরাঙ্গীরচরে খ্রিষ্টীয় নতুন বছর বরণে পাশের বাড়ির ছাদে গিয়ে ফানুস ওড়ানোর সময় গায়ে আগুন লেগে দুই জমজ ভাইসহ তিন কিশোর দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক।
আগুনে দগ্ধ মো. সিয়াম (১৪) এবং দুই জমজ ভাই মো. রাকিব হোসেন ( ১৭) ও মো. রায়হান হোসেনকে (১৭) রাতেই বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে সিয়ামকে ভর্তি করা হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, রোববার মধ্যেরাতে তিন জন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিব এর ৬ শতাংশ ও রায়হান ২ শতাংশ অংশ পুড়ে যায়।
সিয়ামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কামরাঙ্গীরচর মুজিবর ঘাটে সোহেল নামের একজনের বাড়ির পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে।
সিয়ামের বাবা স্বপন বেপারী জানিয়েছেন, সিয়াম তার জমজ দুই চাচাসহ পাশের একটি বাড়ির পঞ্চম তলার ছাদে গিয়েছিল। সেখানে তারা ঘটনার শিকার হয়েছেন।
সিয়াম স্থানীয় একটি ওর্য়াকশপে কাজ করেন।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান বলেছেন, ডিএমপির পক্ষ থেকে আতশবাজি ও ফানুস উড়ানোর নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাড়ি বাড়ি ছাদে এ ধরনের ঘটনা ঘটে।
মুজিবুর ঘাটে ফানুস উড়াতে গিয়ে এ রকম একটি দুর্ঘটনা ঘটেছে।
এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেছেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে কোনো আগুনের ঘটনা ফায়ার সার্ভিস পায়নি।
২০২২ সালে ফানুস ওড়াতে গিয়ে একশতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে রোববার সতর্ক করে দিয়ে বলেছিল ফায়ার সার্ভিস।