স্থাপন করা হবে নাইটভিশন ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টরও।
Published : 01 Feb 2024, 11:43 PM
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মরণে আগামী ২১ ফেব্রুয়ারি পালন হবে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিকতা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভায় সভায় বিভিন্ন বাহিনীর প্রধানরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশে এলাকায় ভিডিও সার্ভিলেন্সের আওতায় আনা এবং প্রবেশ ওবের হওয়ার পথে সিসি ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর স্থাপনের সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কূটনৈতিকরা শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিতেও রাখা হবে বিশেষ ব্যবস্থা।
শহীদ মিনার এলাকায় সব সড়ক সংস্কার করা হবে। স্থাপন করা হবে পর্যাপ্ত পরিমাণ ভাসমান টয়লেট।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্তও হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও রাখা হবে সেখানে।
দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত সংখ্যক ইউনিট কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশেপাশে এলাকায় মোতায়েন থাকবে।
জেলা ও উপজেলা পর্যায়ে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে একুশের আয়োজন করা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্তও হয়েছে।