এবার ৪২ হাজারের বেশি কেন্দ্রের ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোট নেওয়া হবে।
Published : 07 Jan 2024, 12:28 AM
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে বেশির ভাগ নির্বাচনি সরঞ্জাম, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের প্রস্তুতিও প্রায় শেষ।
দুর্গম এলাকা ছাড়া বেশির ভাগ কেন্দ্রে ব্যালট পৌঁছাবে ভোটের সকালে। আর ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রোববার ৭ জানুয়ারি ভোট হচ্ছে ২৯৯ আসনে; ভোট দেবেন ১১ কোটি ৯৩ লাখের বেশি ভোটার। তারা কোন আসনে, কোথায় ভোট দেবেন সে তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আসন অনুযায়ী ভোটকেন্দ্র
বিএনপির বর্জনের এ নির্বাচনে দেশজুড়ে এবার ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজারের বেশি। এগুলোতে ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেবেন ভোটাররা।
ভোটের মাঝপথে নওগাঁ-২ আসনের একজন প্রতিদ্বন্দ্বীর মৃত্যু হলে সেটির নির্বাচন স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুইজন প্রার্থী রয়েছেন। নতুন তফসিলে নতুন প্রার্থীও যোগ হওয়ার সুযোগ রয়েছে।
এবার নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী রয়েছেন ১৯৬৯ জন। এরমধ্যে স্বতন্ত্র ৪৩৭ জন এবং বাকি ১৫৩২ জন হচ্ছে দলীয় প্রার্থী।