অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসও।
Published : 03 Mar 2024, 05:50 PM
বেইলি রোডের গ্রিন কোজি কটেজে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।
রোববার এক বার্তায় ঢাকায় জাপান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লেখা বার্তায় এই শোক প্রকাশ করেছেন তিনি।
এর আগে শনিবার ঢাকায় জাপান দূতাবাসের ফেইসবুক পাতায়ও তার ওই শোকবার্তা প্রকাশ করা হয়।
শোক বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকার একটি শপিংমলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ভয়াবহতায় আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনার ভুক্তভোগীদের জন্য আমার প্রার্থনা রইল।
“শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর শোক জানাচ্ছি। বাংলাদেশের জনগণ ও সরকারকে আমি গভীর সমবেদনা জানাই।”
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আহত কয়েকজন।
এদিকে, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এক বার্তায় দূতাবাস বলেছে, “বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আমরা স্মরণ করছি।”