উপদেষ্টা পরিষদের বৈঠকে আরো দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
Published : 17 Jan 2025, 05:57 PM
সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
‘স্বাধীন’ বিচার বিভাগ নিশ্চিত করতে বিচারক নিয়োগে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবির মধ্যে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিল।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এটি ছাড়াও আরও দুটি প্রস্তাব অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি ও সারা দেশের জেলা আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এর মধ্যে গত ২৩ ডিসেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল এক অনুষ্ঠানে বলেছিলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে সংস্কৃতি রয়েছে, সেটিই দেশের ‘সর্বনাশের কারণ’। এজন্য দুই যুগ ধরে আইন প্রণয়নের দাবি উঠলেও তা হয়নি।
এর তিন সপ্তাহ বাদে সেই উদ্যোগে সায় দিল উপদেষ্টা পরিষদ।
১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করা হয়।
এর মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জের শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয়; মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; চালু হওয়ার অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়রতপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হতে যাচ্ছে।
রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনে পৃথক ব্যবস্থাপনা
কর নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়নে ব্যবস্থাপনা পৃথকীকরণের প্রস্তাব অনুমোদন রেছে উপদেষ্টা পরিষদ।
এর আগে গত ৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক একটি পরামর্শক কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটি রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসন পৃথকীকরণ বিষয়ে বিভিন্ন দলিলাদি, আন্তর্জাতিক উত্তম চর্চা এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত পর্যালোচনা করে পৃথক ব্যবস্থাপনার সুপারিশ করে।