“এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত-বিক্ষত করছে,” বলেন তিনি।
Published : 04 Mar 2025, 10:49 PM
বর্তমানে দেশ ‘কঠিন সময়’ পার করছে মন্তব্য করে ঐক্যের জন্য নতুন পথ খোঁজার কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনীতিবিদদের নিয়ে ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত-বিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে, যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
“আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি, সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে।”
ঐক্যের নতুন পথের জন্য রোজার মাস ভালো সময় হতে পারে মন্তব্য করে তিনি বলেন, “আসুন রমজানকে অনুপ্রাণিত করে এমন সহানুভূতির, সমঝোতার, বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি। আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করি। এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হবে।
“জাতি হিসেবে বাংলাদেশ সবসময়ই ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’ নীতি লালন করেছে। এটি হল সেই পথপ্রদর্শক আলো, যা আন্তর্জাতিক মঞ্চে আমাদের পথকে আলোকিত করে।”
জাতীয় পার্টির ইফতার আয়োজনে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ নরওয়ে, রাশিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র , জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের কুটনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।