তার হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং।
Published : 24 Mar 2025, 02:24 PM
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সরকারপ্রধানের তরফে তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিজাম উদ্দিনের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। তার হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং, রাখা হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।
ক্রিকেট বোর্ড প্রধান নিজাম জানান, তামিমকে হাসপাতালে নিয়ে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়। তার শারীরিক অবস্থা নিয়মিতভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে।
বিসিবিতে সোমবার ছিল বোর্ডের ১৯তম সাধারণ সভা। কিন্তু তামিমের অসুস্থতার খবর শুনে সেই সভা স্থগিত করা হয়। বোর্ড পরিচালকরাও হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে।