এ দুই স্টেশন চালুর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পথে থাকা স্টেশনগুলোর মধ্যে শাহবাগ ও কারওয়ান বাজার বাদে সবগুলোই চালু হল।
Published : 13 Dec 2023, 09:48 AM
দেশের প্রথম মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য।
এ দুই স্টেশন চালুর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পথে থাকা স্টেশনগুলোর মধ্যে শাহবাগ ও কারওয়ান বাজার বাদে সবগুলোই চালু হল। ঢাকা মেট্রোরেলের স্টেশন ১৭টি।
বিজয় সরণি স্টেশনে মেট্রোরেল পরিচালনকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে এই দুই স্টেশন খুলেছে। সাধারণ যাত্রীরা এখন দুই স্টেশন থেকে চলাচল শুরু করেছেন।”
তিনি জানিয়েছেন, সকাল সাতটা ৩০ মিনিটে উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনটি বিজয় সরণি স্টেশনে থামে। আর মতিঝিল থেকে ছেড়ে আসা ট্রেন ৭টা ৪০ মিনিটে এসে থামে এই স্টেশনে।
ঢাকা মাস ডিটিএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই দুই স্টেশন চালুর খবর দিয়েছিলেন গত ৭ ডিসেম্বর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। এর পর ধাপে ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।
উত্তরা-আগারগাঁও অংশ চালুর ১০ মাস সাত দিনের মাথায় গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন।
বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে মেট্রো চলছে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পর্যায়ক্রমে এ সময় বাড়ানো হবে বলে জানিয়েছে ডিটিএমসিএল।
আরও পড়ুন