ছুটি শেষে দপ্তরে ফিরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, “এবারের ঈদটা জনগণের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে।”
Published : 06 Apr 2025, 11:22 AM
ঈদ ঘিরে টানা নয় দিনের ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে; সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অফিস সহকারীরা কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন।
রোববার প্রথম কর্ম দিবসে সচিবালয়ে প্রথম এক ঘণ্টায় উপস্থিতি ছিল তুলনামূলক কম। গত ২৭ মার্চ বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবসেও উপস্থিতি তুলনামূলক কম ছিল।
রোববার সকালে অনেক কর্মকর্তাকে গ্রামের বাড়ি থেকে ফিরে সরাসরি অফিসে আসতে দেখা গেছে। সচিবালয়ের প্রবেশপথে পরিচয়পত্র যাচাইয়ের কড়াকড়িও এদিন শিথিল ছিল।
সাবিনা ইয়াসমিন নামে এক অফিস সহকারী বললেন, “লঞ্চ থেকে নেমে সরাসরি অফিসে এলাম। পরিচয়পত্র কোন ব্যাগে আছে বুঝতে পারছি না।”
এসময় কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, “আপনাকে চিনতে পেরেছি। সমস্যা নেই, যেতে পারেন।”
প্রথম এক ঘণ্টায় অন্তত সাতটি মন্ত্রণালয়ের নিচে উপদেষ্টাদের পতাকাশোভিত গাড়ি দেখা গেছে।
ঈদের ছুটি শেষে দপ্তরে ফিরে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, “এবারের ঈদ খুবই সুন্দর ছিল। ঈদের ছুটির মধ্যেও প্রয়োজনীয় কাজগুলো চলেছে। এবারের ঈদটা জনগণের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে।
“সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাচ্ছে। অনেক বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে।”
ঈদের পর সরকার কাজের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার ঠিক করছে কিনা জানতে চাইলে রিজওয়ানা বলেন, “সরকারের আগের অগ্রাধিকারগুলো এখনো রয়েছে। এর মাঝে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। সরকার এগুলো নিয়ে কাজ করছে।”
ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি।
এর মধ্যে ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তার আগের দুদিন এবং পরের দুদিনও ছুটি ছিল। পরে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে শুক্র-শনি মিলিয়ে এবার ঈদের টানা নয় দিনের ছুটি মিলে যায়।