বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একজন নিহত হওয়ার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু।
Published : 23 Sep 2024, 06:30 PM
রাজধানীর রমনা মডেল থানায় গৃহকর্মী লিজা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মো. পায়েল হোসেন।
শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম।
এ মামলায় গত ১৭ সেপ্টেম্বর থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সঙ্গে সাত দিনের রিমান্ডে ছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকার শান্তিনগর মোড়ে ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এলোপাতাড়ি গুলিবর্ষণের সময় লিজা আক্তার একটি ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। গুলি তার পেটে বিদ্ধ হয় এবং গুরুতর জখম হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৭ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়। একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি। আর দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
শ্যামল দত্ত রিমান্ড শেষে কারাগারে
মোজাম্মেল, শ্যামল ও শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ময়মনসিংহ সীমান্তে আটক