রাজশাহীর সারদায় পুলিশ একাডেমি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 12 Feb 2025, 09:15 PM
চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় নিউ মার্কেট থানার মামলায় এসপি তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত বুধবার এ আদেশ দেন।
আদালতে নিউ মার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
সেইসঙ্গে তার রিমান্ড শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জুলাই অভ্যুত্থানের সময় তানভীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (হেডকোয়ার্টার ও অ্যাডমিন) হিসেবে কর্মরত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে রাজশাহীতে পাঠানো হয়।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত বছরের ১৯ জুলাই বিকাল ৫টায় রাজধানীর নিউ মার্কেটের ১ নম্বর গেইটের সামনে চলা বিক্ষোভে হামলাকারীদের গুলিতে প্রাণ যায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের। পরে তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।