শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে ফিরলে সাংবাদিকরা প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান।
Published : 11 Aug 2024, 10:03 PM
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে নিজ কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের অভিনন্দনের জবাবে সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার দুপুরে শপথ গ্রহণ শেষে তিনি সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে আসেন। এ সময় সাংবাদিকরা তাকে অভিনন্দন জানান।
জবাবে প্রধান বিচারপতি বলেন, “আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন।”
দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
সরকারপতনের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে পরিবর্তনের হাওয়ায় শিক্ষার্থীদের দাবির মুখে শনিবার পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারক।
এরপর হাই কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির দায়িত্ব দেন রাষ্ট্রপতি। আন্দোলনরত শিক্ষার্থীরা তাকেই ওই পদে চেয়েছিল।
রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি দায়িত্ব পালনের শপথ নেন।