গত ২১ সেপ্টেম্বর দুজন সফরসঙ্গীসহ তিনি দেশ ত্যাগ করেছিলেন।
Published : 14 Jan 2024, 08:45 AM
সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সোমবার তিনি ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমানবাহিনী প্রধান গত ২১ সেপ্টেম্বর দুজন সফরসঙ্গীসহ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান শারজায় অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্লান্ট পরিদর্শন করেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)