বৃহস্পতিবার দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Published : 23 Jan 2025, 05:35 PM
দুর্নীতির মামলায় কারাগারে থাকা আলোচিত ‘ছাগলকাণ্ডের’ মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
পাশাপাশি মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পর শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য্য করেছে আদালত।
বৃহস্পতিবার দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লায়লা কানিজের আয়কর নথি জব্দের আবেদনটি করেন দুদকের উপপরিচালক মো. ইসমাইল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আবেদনে বলা হয়, লায়লা কানিজ লাকি বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ ‘কাগজপত্রে প্রমাণিত’ হয়েছে।
এছাড়া তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
এসব অভিযোগে দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের জন্য লায়লা কানিজের ২০১২-১৩ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট নথি জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে বলা হয়েছে।
এছাড়া একই আদালতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর সাবেক সদস্য মো. মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে উপস্থিত করে শুনানির জন্য পরোয়ানা জারি করেছে আদালত।
দুদকের উপপরিচালক মো. ইসমাইলের করা আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা মূল্যের সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
গত ১৪ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়।
পরে মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।
অন্যদিকে লায়লা কানিজকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুদক।
১৯ জানুয়ারি রিমান্ড আবেদন শুনানির কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত। একইদিন তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।
তার আগে ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল বাদী হয়ে লায়লা কানিজের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দায়ের করেন।