মা ও নবজাতক কন্যা দুজনেই সুস্থ আছেন।
Published : 10 Feb 2025, 02:54 PM
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসার পথে এক ট্রেনযাত্রীর প্রসব বেদনা উঠলে সাহায্যের হাত বাড়িয়ে দেন রেল পুলিশের নারী সদস্যরা। বিমানবন্দর স্টেশনে ত্রিপল দিয়ে আড়াল তৈরি করার পর সেখানেই সন্তান প্রসব করেন তিনি।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, রুমা আক্তার নামে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসছিলেন।
“প্রসব বেদনা উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর স্টেশনের প্লাটফর্মে কোনরকমে বন্দোবস্ত করে তার সন্তান প্রসব করান রেল পুলিশের নারী সদস্যরা।”
পরে রেল পুলিশের সদস্যরা মা ও নবজাতক কন্যাশিশুকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় জানিয়ে আনোয়ার হোসেন বলেন, “তারা এখন সেখানেই রয়েছেন। দুজনেই সুস্থ আছেন।”