শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
Published : 22 Aug 2023, 05:39 PM
সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার সুযোগ চেয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে মিছিল নিয়ে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। বিকেল পৌনে ৫টা পর্যন্ত তারা সেখানেই ছিলেন।
শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
এদিকে অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
অবরোধ শুরু হওয়ার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেও অবস্থানে অনড় থাকে।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ওসমান গনি বলেন, “মানোন্নয়নের মাধ্যমে প্রমোশনের সুযোগ দিতে আমরা তিন মাস ধরে আন্দোলন করছি। আমাদের আশ্বাস দিয়ে ঘোরানো হয়েছে, কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এর মধ্যে বিলম্বে ফল প্রকাশ করেছে।
“আমরা ইতোমধ্যে পরবর্তী বর্ষের প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। অনেকের ফল খারাপ হয়েছে। অর্থাৎ প্রমোশনের জন্য নির্ধারিত সিজিপিএ ২ পাননি। তাই আমরা নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।"
সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরাও দেশের সচেতন নাগরিক, আমারও চাই না দুর্ভোগ সৃষ্টি হোক। আমাদের দাবি না মেনে নেওয়ায় বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।
“আমাদের তিন মাসের রেজাল্ট নয় মাসে দেওয়া হয়, যার ফলে পরীক্ষার প্রস্তুতি নিতে সময় পাই না পরবর্তী পরীক্ষার জন্য। এখানে দোষ কার?”