নির্বাচনী আচরণবিধি মানাতে মাঠে নামছে দেড় সহস্রাধিক নির্বাহী হাকিম

আগামী ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 04:27 PM
Updated : 20 Nov 2023, 04:27 PM

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারে আচরণবিধি মানাতে মাঠে নামছে দেড় হাজারের বেশি নির্বাহী হাকিম।

প্রতি তিন ইউনিয়নে একজন, প্রতি পৌরসভায় তিনজন এবং সিটি করপোরেশনের প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী হাকিমকে দায়িত্ব দিতে চায় নির্বাচন কমিশন।

কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

Also Read: এবার সব আসনেই ইসির ‘অনুসন্ধান কমিটি’

Also Read: নিজ খরচে ভোটের আগাম প্রচার সামগ্রী সরাতে বলেছে ইসি

মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিমরা ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর।

ইসি কর্মকর্তারা জানান, দেড় সহস্রাধিক নির্বাহী হাকিম ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকবেন। আর ভোটের দিনকে সামনে রেখে পরে তাদের সঙ্গে আরও নির্বাহী হাকিম যোগ হবে।

সেই সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সেও থাকবে নির্বাহী হাকিম। সব মিলিয়ে এবার তিন সহস্রাধিক নির্বাহী হাকিমের চাহিদা থাকছে।

আচরণবিধি মানাতে দায়িত্বে থাকবেন-

>> প্রতি তিন ইউনিয়নের জন্য ন্যূনতম একজন এবং দূরবর্তী দুই ইউনিয়নের জন্য একজন;

>> প্রতি পৌরসভার জন্য ৩ জন, তবে বড় পৌরসভায় ৪ জন;

>> সিটি করপোরেশনের প্রতি ৪-৫ ওয়ার্ডের জন্য একজন; তবে ঢাকা ও চট্টগ্রাম সিটিতে প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন।

বিচারিক হাকিমদের নিয়ে ইতোমধ্যে ৩০০ আসনে অনিয়ম রোধে নির্বাচনী অনুসন্ধান কমিটি করা হয়েছে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, নির্বাচনী অপরাধ, আচরণবিধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে অনিয়ম সংক্রান্ত বিষয়াদির অনুসন্ধান করে নির্বাচন কমিশনকে জানাবে এই কমিটি।